চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

- আপডেট সময় : ০৭:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে কোন কেন্দ্রেই সন্তোষজনক ভোটারের উপস্থিতি দেখা যায়নি। ১০ শতাংশের বেশি ভোট পড়েনি এই নির্বাচনে।
দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের টেনেট ফিন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাচনী পর্যবেক্ষক টেরি এল ইসলের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকশেষে একথা জানান মন্ত্রী। বলেন, বিএনপি আন্দোলনের নামে যদি সহিংসতা করে তাহলে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা থাকবে না বলেও জানান তিনি। বলেন, নির্বাচনের সময় মুখ্য ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন। তাদের তত্ত্বাবধায়নেই নিরাপত্তা বাহিনী কাজ করবে। মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী অনেক দক্ষ। তারা নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত। নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি আছে বলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জানানো হয়েছে বলে জানান,স্বরাষ্ট্রমন্ত্রী।