চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসনের উপনির্বাচনে জোর প্রচারণা শুরু
- আপডেট সময় : ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসনের উপনির্বাচনে জোর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের নানা প্রতিশ্রতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ভোটাররা বলছেন, ভোট দেয়ার সুযোগ পেলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। আগামী ১৩ জানুয়ারী প্রথমবারের মতো সম্পুর্ণ ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
কর্ণফূলীর দু’পাড়; এপারে চান্দগাঁও আর ওপারে বোয়ালখালী। হাঁড়কাপানো কনকনে এই শীতেও নদী পাড়ের মানুষের মধ্যে কিছুটা উত্তাপ ছড়িয়েছে ভোটের আমেজ। মহাজোটের শরীক জাসদ একাংশের শীর্ষ নেতা মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূণ্য এ আসনে আগামী ১৩ জানুয়ারি হচ্ছে উপ-নির্বাচন।
৬ জন প্রার্থী অংশ নিলেও জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন মূল প্রতিদ্বন্দ্বীতা হবে আওয়ামী লীগের মোসলেম উদ্দিন আর বিএনপির আবু সুফিয়ানের মধ্যে।
ইতিমধ্যে প্রতীক বরাদ্দের পর জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা চান যোগ্য প্রার্থীকেই বেছে নিতে।
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। ইভিএম নিয়ে অসন্তোষ থাকলেও শেষ পর্যন্ত ভোটের মাঠেই থাকতে চান তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, ভোটে অংশ নেওয়ার নেপথ্য কথা।
আর আওয়ামীলীগ প্রার্থী বলছেন, জনগনের মনের খবর বুঝতে পেরেই নির্বাচনকে বিতর্কিত করতে প্রচারণার শুরুতে আবল-তাবল বকছে বিএনপি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জয়ের প্রতীক নৌকাকে বেছে নেবে চান্দগাঁও-বোয়ালখালীর মানুষ।
১৩ জানুয়ারী বোয়ালখালী ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ফুটেজ-এ,এল ও বিএনপি।