বন্যা ও ভূমিধস মোকাবিলায় চট্রগ্রাম-বান্দরবানে সেনা ও নৌ বাহিনী মোতায়েন
- আপডেট সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। পানিবন্দি হয়ে পড়া মানুষদের উদ্ধারে সেনা ও নৌ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে সড়কের ওপর জলাবদ্ধতা তৈরি হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম বান্দরবান মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কয়েকদিনের ভারি বৃষ্টির পর সোমবার বিকেল থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করে সাঙ্গু ও মাতামুহুড়ি নদী দিয়ে। রাতের মধ্যে নদী উপচে সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে বাসিন্দারা। তিন উপজেলার কয়েক হাজার পরিবার পড়ে অবর্ননীয় দুর্ভোগে।
সকাল হওয়ার আগেই আশপাশের এলাকা ছাপিয়ে পানি উঠে পড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। এসময় পানির তীব্র স্রোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে পর্যটন নগরী কক্সবাজার ও বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চট্টগ্রামের জেলা প্রশাসক জানিয়েছে ফটিকছড়ি ছাড়া কমবেশি সব উপজেলার বিস্তৃর্ণ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। পরিস্থিতি মোকাবিলা ও পানিবন্দি মানুষদের উদ্ধারে সেনা ও নৌবাহিনী কাজ শুরু করেছে।
স্বাভাবিক বন্যার চেয়ে পাহাড়ি ঢলে পানির ঘনত্ব বেশি হওয়া ছাড়াও স্রোতের তোরে পাহাড়ি গাছপালা ভেসে আসায় ক্রমেই ঝুকিপুর্ণ হয়ে উঠছে পুরো এলাকা।