চতুর্থবারের গ্লোব সকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সিআর সেভেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাফল্য মুকুটে যুক্ত হলো আরো একটি পালক। টানা চতুর্থবারের গ্লোব সকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সিআর সেভেন।
সব মিলিয়ে ষষ্ঠবারের মতো এই পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বছর ৫০ ম্যাচে করেছেন ৩৯ গোল। সাথে লিগ শিরোপাসহ জিতেছেন ৩ টাইটেল। বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছের অ্যালিসন বেকার, সেরা কোচ জার্গেন ক্লপ আর সেরা ক্লাব লিভারপুল। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন ইংলিশ ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ। আর সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন অ্যাটলেতিকো মাদ্রিদ তারকা জোয়াও ফেলিক্স।