চতুর্থ দফা অবরোধে রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলছে কম
- আপডেট সময় : ০৮:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৮৪২ বার পড়া হয়েছে
চতুর্থ দফা অবরোধের প্রথম দিন সকাল থেকে রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম। যাত্রী সংকটে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। শঙ্কা নিয়েই কাজে বের হয় সাধারণ মানুষ। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
বিএনপি-জামায়াতসহ সমমনা দল ও জোটের চতুর্থ দফা অবরোধের প্রথম দিন নগরীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টামিনাল থেকে ছাড়েনি দুরপাল্লার বাস। তবে দু’চারটি বাস কম দূরত্বে চলাচল করলেও যাত্রী কম। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মতিঝিলে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে য় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে সড়ক অবরোধ করেন। নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। বিজয়নগর, নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণঅধিকার পরিষদসহ সমমনা দল ও জোট নেতারা। উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াতে ইসলামী। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী।