চতুর্থ দিনের মতো হংকং’এর পলিটেকনিক ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে আটকা রয়েছে বিক্ষোভকারী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৬০১ বার পড়া হয়েছে
চতুর্থ দিনের মতো হংকং’এর পলিটেকনিক ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে আটকা রয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারী। ক্যাম্পাস ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে, হংকং ইস্যুতে মার্কিন সিনেটে একটি সর্বসম্মত বিল পাস হয়েছে। বিলে চীনা কর্তৃপক্ষের দমনপীড়ন থেকে হংকং-এর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সুরক্ষায় উদ্যোগ নেয়া হয়েছে। এখন প্রতিনিধি পরিষদের তোলা হবে বিলটি। পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পেলে এটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। তিনমাস আগে প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। সরকার বিলটি বাতিল করলেও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যায়। এটি এখন ধীরে ধীরে স্বাধীনতার আন্দোলনে মোড় নিচ্ছে।