চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা
- আপডেট সময় : ০১:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের ভোটগ্রহণ। সংঘর্ষ সহিংসচায় শেষ মুহূর্তের প্রচারণা চলছে। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিদ্রোহীদের দৌরাত্ম্য সর্বত্র বেশি দেখা যাচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিবার্চন হবে ১৬টি ইউপিতে। পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রচারনায় আচরন বিধি ভাঙ্গার অভিযোগ উঠেছে অনেক প্রার্থীর নামে। এদিকে, সন্ত্রাসী ও চাঁদাবাজরা প্রার্থী হয়েছে বলে অস্বস্তিতে আছে কুষ্টিয়ার খোকসা উপজেলার সাত ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। জমে উঠেছে প্রচারণা। পোষ্টারে ছেঁয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, রাস্তাঘাট, চায়ের দোকান ও বসতবাড়ি। আচারণ বিধি মানছে না অনেক প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে স্বতন্ত্রদের নানা অভিযোগ।
গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এলাকার উন্নয়নসহ মাদক রোধে কাজ করবে, এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা।
সুষ্ঠু নিবাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, এই কর্মকর্তা।
এদিকে, কুষ্টিয়ার খোকসা উপজেলার ৯টি ইউপি নির্বাচনে সন্ত্রাসী-চাঁদাবাজরা প্রতিদ্বন্দ্বিতা করছে উল্লেখ করে অস্বস্তির কথা জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।
যাকে সারা বছর পাশে পাওয়া যাবে, তাকেই ভোট দেবে বলে জানায়, ভোটাররা।
মাগুরার শ্রীপুরের ৮টি ইউনিয়নে চলছে শেষ মুহুর্তের প্রচারনা। সাধারণ ভোটারদের মধ্যে চলছে পাওয়া-না-পাওয়ার হিসেব-নিকেশ।
ভোটের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সর্বশেষ প্রচেষ্টায় আছেন সদস্য প্রার্থীরা।
প্রশাসন আশ্বস্ত করলেও, ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিরুদ্ধে ক্ষমতা দেখানোর অভিযোগ করছে অন্যরা।
নির্বাচন সুষ্ঠু করতে নানা প্রস্তুতি নিয়েছে প্রশাসন।