চতুর্থ পরিষদ দায়িত্ব নেয়ার পরেও অবহেলিত ৩০টি ওয়ার্ডের অলিগলি
- আপডেট সময় : ০৮:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বরিশাল সিটি কর্পোরেশনে চতুর্থ পরিষদ দায়িত্ব নেয়ার এক বছর অতিবাহিত হলেও আগের মতোই অবহেলিত রয়েছে ৩০টি ওয়ার্ডের অলিগলি। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর থেকেই এভাবে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছেন বাসিন্দারা। অথচ বিভিন্ন সময় সম-উন্নয়নের দাবি উঠলেও তা বাস্তবায়নের প্রতিশ্রুতি মেয়রের অঙ্গীকারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনে চতুর্থ পরিষদ দায়িত্ব নেয়ার এক বছর অতিবাহিত হলেও আগের মতোই অবহেলিত রয়েছে ৩০টি ওয়ার্ডের অলিগলি। ৫ বছরের ব্যবধানে প্রধান সড়কগুলো ৪ থেকে ৫ বার সংস্কার হলেও, নগরীর অলিগলিতে এক যুগেও ফেলা হয়নি কোন ইট। খানাখন্দে এসব সড়কে চলতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। নির্বাচিত প্রতিনিধিদের উন্নয়ন সদর রোডমুখী হওয়ার অভিযোগ নগরবাসীর।
নগরীর প্রাণ কেন্দ্রের সড়ক যেভাবে ৫ বছরের গ্যারান্টি দিয়ে করা হয়েছে, অলিগলির সড়কও একইভাবে সংস্কার করা হবে। থাকবে না মাটির সড়ক, এমনই আশ্বাস দিলেন সিটি মেয়র।
এদিকে, নগরীর অলিগলির ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে মশা নিধন ও পানি ব্যবস্থাপনায় পিছিয়ে পড়েছে নগরবাসী।