চরম ব্যাটিংয় বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের গোলাপি বলের টেস্ট
- আপডেট সময় : ০৮:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চরম ব্যাটিংয় বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের গোলাপি বলের টেস্ট। বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট করে ইডেন টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। টাইগারদের প্রথম ইনিংসের জবাবে এখন ব্যাট করছে স্বাগতিকরা। শেষ খবর পর্যন্ত কোহলিদের সংগ্রহ ২ উইকেটে ১০৮ রান।
ঐতিহ্যবাহী ইডেন টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ সামির গতির মুখে পড়ে, সময়ের ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। ৩০.৩ ওভারে একের পর এক উইকেট পতনে ১০৬ রানেই অলআউট টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন সাদমান ইসলাম । এছাড়া ইনজুরিতে আক্রান্ত হয়ে রিটায়ার্ডহার্ট লিটন দাস করেন ২৪ রান। ১৯ রান করেন তরুণ পেসার নাইম হাসান। ইশান্ত শর্মার শিকার ৫ উইকেট। জবাবে দলীয় ৪৩ রানে দুই উইকেট হারায় ভারত। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল ১৪ ও রোহিত শর্মা সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২১ রানে।