চরম ব্যাটিংয় বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের গোলাপি বলের টেস্ট
- আপডেট সময় : ১১:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চরম ব্যাটিংয় বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের গোলাপি বলের টেস্ট। বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৬ রানে অল আউট করে ইডেন টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেটে ১৭৪ রান নিয়ে দিন শেষ করেছে বিরাট কোহলিরা।
ঐতিহ্যবাহী কলকাতার ইডেন টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ সামির গতির মুখে পড়ে, সময়ের ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। ৩০ দশমিক ৩ ওভারে একের পর এক উইকেট পতনে, ১০৬ রানেই অল আউট টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন সাদমান ইসলাম। এছাড়া ইনজুরিতে আক্রান্ত হয়ে রিটায়ার্ডহার্ট লিটন দাস করেন ২৪ রান। ১৯ রান করেন তরুণ পেসার নাইম হাসান। ইশান্ত শর্মার শিকার ৫ উইকেট। জবাবে দলীয় ৪৩ রানে দুই উইকেট হারায় ভারত। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল ১৪ ও রোহিত শর্মা সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২১ রানে। দিন শেষে ভারত তিন উইকেটে ১৭৪ রান করে বাংলাদেশ থেকে ৬৮ রানে এগিয়ে ভারত।