চরম ভোগান্তিতে গোপালগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাজারও মানুষ

- আপডেট সময় : ১২:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
সড়ক নেই। ফলে চরম ভোগান্তিতে গোপালগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাজারও মানুষ। ৫ বছর আগে সড়ক সংস্কার কাজ শুরু হলেও কয়েক মাসের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।
গোপালগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের প্রধান সড়ক এটি। সবশেষ ২০১৮ সালে সংস্কার কাজ শুরু করেন তৎকালীন পৌর মেয়র ও কাউন্সিলর। কিন্তু ২০১৯ সালে এসে শুধুমাত্র ড্রেনের কাজ শেষ করে বন্ধ হয়ে যায় সড়কটির কাজ।
বেহাল সড়কে নাজেহাল এখানকার মানুষের জনজীবন। নিত্য প্রয়োজনীয় চালের বস্তা, বাজারের ব্যাগ, গ্যাস সিলিন্ডার এমনকি গৃহস্থলী পণ্যসহ ভারী সকল পন্য ঘাড়ে করে নিয়ে যেতে হয় এলাকাবাসীর। সড়ক না থাকায় বন্ধ হয়ে গেছে জরুরী সব ধরনের সেবা।
পৌরসভার প্রধান প্রকৌশলী বলছে, ইতিমধ্যে রাস্তার টেন্ডার হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা।
সট: মেহেদী হাসান, প্রধান, প্রকৌশলী, গোপালগঞ্জ পৌরসভা।
তবে শুধু আশ্বাস নয় সড়কটির বাস্তবায়ন দেখতে চায় অবহেলীত পৌরসভাবাসী।