চলছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল
- আপডেট সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে সারা দেশে। হরতাল সমর্থনে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। চট্টগ্রামের দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন দিয়েছে। নাশকতার অভিযোগে সুনামগঞ্জে ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় মশাল মিছিল করে ছাত্রদল। মিছিল শেষে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। বাঁশখালীতে পেকুয়া-চট্টগ্রাম সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থনকারীরা। চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোন যান ছাড়েনি।গতরাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ফকিরহাটের চন্দনাইশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন দেয়া হয়। বরিশালে বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। এসময় ট্রাকে আগুন দেয়া হয়। হরতালে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব নেই। খুলনায় দুপুর ২ টার সময় বিক্ষোভ ঝটিকা মিছিল করেছে খুলনা মহানগরের নেতাকর্মীরা।নগরীর আহসান আহমেদ রোড করনেশন গার্লস স্কুল সামনে থেকে মিছিল শুরু করে সাউথ সেন্ট্রাল রোড সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ এলাকায় এসে শেষ হয়।
প্রাইভেটকারে বসে নাশকতার চেষ্টায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া ও তাদের গাড়ি চালক হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝটিকা মিছিল শেষে সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, রেব ও বিজিবি মোতায়েন রয়েছে।
নাটোরের বড়াইগ্রামে মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা কর্মিরা। শেরপুরেও মশাল মিছিল হয়েছে। চুয়াডাঙ্গা বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। জামালপুরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। একইসংগে সব আন্দোলন সংগ্রামে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে বলা হয়।