চলছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ
- আপডেট সময় : ০২:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ। ৪ জেলার ৩৫টি আসনে লড়ছে প্রতিদ্বন্দ্বীরা। জেলাগুলোয় নিরাপত্তা জোরদার।
সকাল থেকে বীরভূম, মালদা, মুর্শিদাবাদ ও উত্তর কলকাতা এই ৪ জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমে রয়েছে ১১টি করে আসন। মালদায় রয়েছে ৬টি আসন এবং উত্তর কলকাতায় রয়েছে ৭টি আসন। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। বীরভূমে রয়েছে ৩ হাজার ৯০৮টি ভোটকেন্দ্র। অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত ১ হাজার ১৭৫টি ভোটকেন্দ্র। নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ রাখতে ২২৪ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। কাজ করছে নিরাপত্তা বাহিনীর ২১৯টি জরুরি দল। জেলায় নিয়োগ করা হয়েছে অতিরিক্ত ১১ জন ম্যাজিস্ট্রেট। ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট শুরু হয় ২৭ মার্চ। এদিকে, ভারতে সব রেকর্ড ছাড়িয়ে একদিনে পৌনে ৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। একদিনে নতুন করে মারা গেছেন রেকর্ড তিন হাজার ৬৪৭ জন।