চলছে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৬৩০ বার পড়া হয়েছে
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে রোববার পর্যন্ত। ১১ কোটি ৪০ লাখেরও বেশি রুশ নাগরিক এই নির্বাচনে ভোট প্রয়োগ করবেন।
বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কমিউনিস্ট পার্টির নেতা নিকোলাই খারিটোনভ, নিউ পিপলস পার্টির নেতা ভ্লাদিস্লাভ দাভানকভ এবং লিবারেল ডেমোক্রেসি পার্টির নেতা লিওনিড স্লুটস্কি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার তিন প্রতিদ্বন্দ্বীর তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই। সুতরাং ওই তিন প্রতিদ্বন্দ্বীর বিজয়ী হবারও সুযোগ নেই। ফলে পঞ্চমবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন পুতিন।