চলতি তাপপ্রবাহে চিটা হয়ে যাওয়ার ঝুঁকিতে নীলফামারী জেলার বোরো ধান
- আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
চলতি তাপপ্রবাহে চিটা হয়ে যাওয়ার ঝুঁকিতে নীলফামারী জেলার বোরো ধানের আবাদ। জমিতে সব সময় পানি ধরে রাখলে বিপদ থেকে পরিত্রাণ মিলবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তবে কৃষকরা জানান, বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং আর পানির স্তর নেমে যাওয়ায় সেচ টেকসই হচ্ছে না জমিতে। তাছাড়া ২৪ ঘন্টায় তাপমাত্রার দ্রুত ওঠানামা বড় ঝুঁকি তৈরী করছে। এ অবস্থায় হঠাৎ ঝড়-বৃষ্টি হলে বিপদ আরো বাড়ার দুশ্চিন্তায় কৃষক।
নীলফামারির সোনারায় ইউনিয়নের হাজিপাড়ার মজিবর রহমান বর্গাচাষী হিসেবে ৪ বিঘা জমির আবাদ করেছেন। চলমান তাপপ্রবাহ আর পানি শুন্যতায় সেচ সংকট এবং ভেজাল কীটনাশকের কারণে পড়েছেন দাদনের খপ্পরে।
ধানে ফুল ধরার এই সময়ে তাপমাত্রার সর্বোচ্চ সহ্যসীমা ৩৫ ডিগ্রি হলেও আবহাওয়া বিভাগের রেকর্ড অনুযায়ী চলমান তাপপ্রবাহে নীলফামারীতে ৪০ ডিগ্রির আশেপাশেই থাকছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসছে ২০/২১ ডিগ্রিতে। তাপমাত্রার এই দ্রুত ওঠানামায় ধানে চিটা বাড়ার আশংকা তৈরী হয়েছে। এদিকে পানির স্তর নেমে যাওয়ায় জমিতে সেচ টেকসই হচ্ছে না, আবার বারবার সেচে খরচও পড়ছে বেশী। পাশাপাশি ঝড়বৃষ্টির পরিবেশ আরো কঠিন করে তুলেছে সার্বিক পরিস্থিতি।
তাপপ্রবাহ বিবেচনায় কৃষি কর্মকর্তারা জানান, আগামীতে পরিস্থিতি মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাড়াতে হবে গবেষণা।
এ বছর নীলফামারী জেলায় ৮১ হাজার ৮শ’ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।