চলতি বছরের প্রথম আট মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫৭৪ কন্যাশিশু
- আপডেট সময় : ১০:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
চলতি বছরের প্রথম আট মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫৭৪ কন্যাশিশু। আর অপহরণ ও পাচার হয়েছে ১৩৬ জন। সকালে জাতীয় প্রেসক্লাবে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে সংগঠনটির সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেন, ডিজিটালাইজেশনের সময়েও কন্যাশিশুর জন্মকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হয় না। যা কন্যাশিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য ঝুঁকিপূর্ণ।
জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২২ উপস্থাপন করে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৫৭৪ কন্যাশিশু ধর্ষণ, ১৮১ জন আত্মহত্যা, আর হত্যাণ্ডের শিকার হয়েছে ১৮৬ জনকে।
কন্যাশিশুদের সুরক্ষায় সাইবার বুলিং ও পর্নোগ্রাফি বন্ধে আইন করার পাশাপাশি মানসিকতার পরিবর্তনের ওপর জোর দেন বক্তারা।
সংগঠনটির সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেন, কন্যাশিশুদের অবহেলায় রেখে এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়।
শিশু নির্যাতন রোধে সমাজের মনোভাব বদলাতে সরকার, প্রশাসন, নাগরিক সমাজ এবং পরিবারকে দ্বায়িত্বশীল হবারও আহ্বান জানান বক্তারা।