চলতি বছরে আওয়ামী লীগের আয় শতকরা ৩৫ ভাগ বৃদ্ধি পেয়েছে
- আপডেট সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
২০১৯ সাল শেষে আওয়ামী লীগের অর্থের পরিমান ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৩ টাকা। এর মধ্যে নগদ আছে ৫ লাখ ১৩ হাজার ৭১৭ টাকা এবং ব্যাংকে জমা আছে ৫০ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৮৭৬ টাকা।
এ বছর আওয়ামী লীগের আয় শতকরা ৩৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে বাংলাদেশ আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব-২০১৯ সাল এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ বিষয়ের উপর লিখিত মতামত জমা দান শেষে সাংবাদিকরা সামনে এ তথ্য জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ইসির সিনিয়র সচিব মোঃ আলমগীরের কাছে আয়-ব্যয়ের হিসাব হস্তান্তর করেন তারা। এ সময়ে নমিনেশন ফরম বিক্রি বাবদ ১২ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা, সম্মেলন বাবদ প্রাপ্ত ৩ কোটি দুই লাখ ৫৫ হাজার ৮০০ টাকা। ব্যাংক লভ্যাংশ বাবদ ২ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ২২৩ টাকা। সংসদ সদস্যদের প্রদেয় চাঁদা বাবদ এক কোটি ৭ লাখ ৬৪ হাজার টাকা আয়ের উৎস হিসেবে দেখানো হয়।