চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার মাত্র ৫ শতাংশ ধান ও চাল সংগ্রহ
- আপডেট সময় : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার মাত্র ৫ শতাংশ ধান ও চাল সংগ্রহ হয়েছে। ফলে নেত্রকোনা জেলার সরকারি গুদামগুলো ফাঁকা পড়ে আছে। খাদ্য বিভাগ বলছে, বাজারদর আর সরকারি দর একই থাকায় কৃষকরা গুদামে আসেনি। ধান সংগ্রহে মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে চেষ্টা করেও লাভ হচ্ছে না।
ধান উৎপাদনের জেলা নেত্রকোনায় প্রতিবছরের ন্যায় এবারও ইরি-বোরো ধানের ভাল ফলন হয়েছে। সরকারিভাবে জেলায় এ বছর ২৪ হাজার ৪৮৪ মেট্রিকটন ধান সংগ্রহ হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ১ হাজার ২৬৯ মেট্রিকটন। যা শতকরা হিসেবে মাত্র ৫ শতাংশে দাড়ায়।
সিন্ডিকেটসহ নানা কারনে সরকারি গুদামে ধান বিক্রি করতে এ বছর অনিহা প্রকাশ করেছে কৃষকরা। ফলে ধান সংগ্রহের লক্ষমাত্রা পুরন হয়নি। তবে ধান সংগ্রহে কৃষকরাদের আরো সুযোগ দেয়ার কথা বলছেন জেলা সুজনের সভাপতি।
এ বিষয়ে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হয়নি জেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের চেষ্টা করা হয়েছে বলে মোবাইল ফোনে জানান তিনি।
সরকারিভাবে ধান সংগ্রহে বিভিন্ন সিন্ডিকেট বিরুদ্ধে সোচ্ছার হতে কর্তৃপক্ষের নিকট দাবী জানান সচেতন মহল।