চলতি মাসের মধ্যে দেশে আরও এক কোটি করোনার টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চলতি মাসের মধ্যে দেশে আরও এক কোটি করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং সিডিসি আয়োজিত করোনা এবং ডেঙ্গু প্রাদুর্ভাবের চ্যালেঞ্জ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। করোনার ভয়াবহতা আর হাসপাতালগুলোর পরিস্থিতি তুলে ধরে জাহিদ মালেক আরও বলেন, বর্তমানে সংক্রমণ কমে আসছে, তবে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এছাড়া করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।