চলতি মাসের মধ্যে প্রতিদিন ১০ হাজার মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনা হবে :স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশে করোনাভাইরাস শনাক্ত করণ বাড়াতে চলতি মাসের মধ্যে প্রতিদিন ১০ হাজার মানুষকে পরীক্ষার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সাথে করোনা রোগীদের সুচিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি কয়েকটি হাসপাতাল করোনা ডেডিকেটেড হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে ঢাকার ধানমন্ডিতে করোনা চিকিৎসায় দু’শো শয্যার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাহিদ মালেক।
সংক্রমনের ভয়ে সরকার নির্ধারিত কয়েকটি সরকারি হাসপাতাল ছাড়া কোন প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হতো না। এমতবস্থায়, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশের প্রথম প্রাইভেট হাসপাতাল হিসেবে করোনা চিকিৎসায় এগিয়ে আসে। মানবিক দিক বিবেচনায় সরকারি আহ্বানে সাড়া দিয়ে মাত্র ১৯ দিনে আইসিইউ, এনএসইউ সুবিধাসহ গড়ে তোলা হয়েছে ২০০ শয্যার আধুনিক করোনা ডেডিকেটেড হাসপাতাল।
দুপুরে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে করোনা নিয়ন্ত্রণে এই ধরণের বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে টেস্ট বাড়ানো হচ্ছে।
করোনা নিয়ে মানুষকে বারবার সতর্ক ও সচেতন করার পরও বিভিন্ন মার্কেট ও সড়কে ভিড়, পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে। জীবিকা রক্ষায় সবাইকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হবার পরামর্শ দেন তিনি।
মানবিক দিক বিবেচনায় কোভিড হাসপাতাল গড়ে তোলার কথা জানিয়ে, হাসপাতালের চিকিৎসা ও টেস্টে টাকা না নেয়ার ঘোষণা দেন হাসপাতালটির চেয়ারম্যান ।
করোনা রোধে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা বিবেচনায় হাসপাতালটিতে সাংবাদিকদের জন্য ১০টি আসন সংরক্ষিত রাখার কথাও জানান ডা. আনোয়ার হোসেন খান।