চলতি মে মাস বাংলাদেশে করোনা সংক্রমণের জন্য সবচে’ ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চলতি মে মাস- বাংলাদেশে করোনা সংক্রমণের জন্য সবচে’ ঝুঁকিপূর্ণ। তাই এ মাসে সবাইকে আরো বেশি সতর্ক থাকার এবং লকডাউন কড়াকড়ি করার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে গৃহবন্দী থাকার বিকল্প নেই। করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত পরিবারের অন্য সদস্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ তাদের। কোন লক্ষণ বা উপসর্গ ছাড়াই ইদানীং অনেকের করোনা পজিটিভ হওয়াকে নতুন উদ্বেগের কারণ বলছেন তারা। এসএ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তারা।
সারাবিশ্বকে তছনছ করে দেয়া মহামারি করোনাভাইরাসের ঢেউ এখন আছড়ে পড়েছে বাংলাদেশে। রক্ষণশীল সরকারী হিসেবেই মার্চ-এপ্রিলের তুলনায় চলতি মে মাসে করোনা সংক্রমণ আরো ব্যাপক হয়ে উঠছে। ইউরোপের দেশগুলোতে করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু করলেও দ্রুত বাড়ছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। কোন লক্ষণ ছাড়াও এখন ভাইরাসটিতে অনেকে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চলতি মে মাসের শেষার্ধে দেশে করোনা সংক্রমণ চূড়ায় উঠতে পারে বলে আশংকা জানিয়ে ঝুঁকি মোকাবেলায় সরকার ও জনগণকে আরো বেশি সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। করোনা থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি মানুষের ফুসফুস ও দেহকোষে ঢুকে দ্রুত গঠন পরিবর্তন ও বার বার রূপ বদলে বেশি বিপজ্জনক হয়ে উঠছে।