চলতি মৌসুমে ঝালকাঠিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়
- আপডেট সময় : ০৯:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দফায় দফায় জোয়ারের অতিরিক্ত পানি ও প্রবল বৃষ্টিতে বীজতলা এবং রোপন করা আমনের চারা পঁচে গেছে। এতে করে চলতি মৌসুমে ঝালকাঠিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, আগাম ব্যবস্থা হিসেবে আমন চারার ঘাটতি পূরণে শতাধিক ভাসমান বেডে বীজতলা প্রস্তুত রাখা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না বলে মনে করছে, তারা।
ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে প্রায় ৪৮ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কিন্তু, এ পর্যন্ত আবাদ হয়েছে মাত্র ১০ হাজার একশ’ ২৫ হেক্টর। মৌসুমের শুরুতেই কয়েক দফা বন্যা এবং অতি বৃষ্টিতে বীজতলা এবং রোপন করা আমনের চারা পঁচে যাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাদের অভিযোগ কৃষিবিভাগও কোনো খোঁজ নিচ্ছে না।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, বীজতলা ক্ষতিগ্রস্থ হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না। আগাম প্রস্তুতি নেয়া আছে।
জমি থেকে পানি না নামায় চাষ করতে পারছে না, চাষীরা। অর্থ সংকটে নতুন চারা সংগ্রহও সম্ভব নয়। তাই, সরকারের সহযোগিতা চেয়েছে তারা।