কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং চাল কিনবে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চলতি আমন মৌসুমে সরকার সারাদেশের কৃষকদের কাছ থেকে সরাসরি ২ লাখ টন ধান এবং ৬ লাখ টন সিদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল কিনবে। নওগাঁয় এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। ৭ নভেম্বর থেকে ধান এবং ১৫ নভেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরো জানান, কৃষকের কাছ থেকে ধান কেনা হবে ২৬ টাকা কেজিদরে এবং সিদ্ধ চাল ৩৭ টাকা ও আতপ চাল ৩৬ টাকা কেজিদরে কেনা হবে।