চলন্ত বাস থেকে ১০ বছরের এক শিশুকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দু’জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঢাকায় চলন্ত বাস থেকে ১০ বছরের এক মেয়েকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে রেব। গতরাতে আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের সামনে রাইদা পরিবহনের একটি বাস থেকে মরিয়ম আক্তার নামের শিশুটিকে ফেলে দিয়ে হত্যা করা হয়। সে বাসে ফেরী করে চকলেট বিক্রি করতো।
রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় প্রতিদিনের মতোই বাসে বাসে সাহায্য চাইতে বের হয় মরিয়ম আক্তার। সামনে পেয়ে উঠে পড়ে রাইদা পরিবহনে। কিন্তু, বাসের হেলপার ইমরান হোসেন তাকে জোর কের চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার দিনই শিশুটির বাবা রনি মিয়া মেয়ের মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় রাতেই অজ্ঞাত গাড়িচালককে আসামি করে মামলা করেন তিনি।অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে রাইদা পরিবহনের চালক রাজু মিয়া ও তার সহযোগী ইমরান হোসেনকে গ্রেফতার করে রেব।
ঘটনাস্থল ও আশপাশের প্রায় ৫০টির বেশি সিসিটিভি ছাড়াও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে শিশুটির মৃত্যু রহস্য উদঘাটন করে তারা।
যত্রতত্র গাড়ি থামানো এবং বেপরোয় বাস চালানোর কারনে রাজধানীতে প্রতিনিয়ত ঘটছে অপ্রীতিকর ঘটনা ঘটছে মনে করেন সংশ্লিষ্টরা।