চলমান করোনা পরিস্থতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক হবে না : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চলমান করোনা পরিস্থতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক হবে না। বরং শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
দুপুরে লালমনিরহাট শহরে রেলওয়ে চিলড্রেন পার্ক স্কুলের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন। পরে স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএম কাদের। প্রধান শিক্ষক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি, রেল বিভাগীয় ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন এবং শিক্ষা প্রকৌশল
অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাজাহান আলীসহ আরো অনেকেই।