চলমান কারফিউ আরও শিথিল
- আপডেট সময় : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষিতে চলমান কারফিউ আরও শিথিল করা হয়েছে। কারফিউ’এর ৭ম দিনে ৯ ঘন্টার জন্য শিথিল হওয়ায় রাজধানীতে ছুটির দিনেও সড়কে বেড়েছে যান চলাচল। ট্রেন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক হতে শুরু হয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও নগরজুড়ে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা।
সারাদেশে চলমান কারফিউ’র ৭ম দিনে এসে ৯ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ। ফলে ছুটির দিনেও সকাল থেকেই সড়কে বাড়ে যান চলাচল। গণপরিবহনসহ সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় চলাচল করছে যাত্রীরা। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগড়জুড়ে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। এদিকে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল। আন্তজেলা বাস টার্মিনালগুলোতে রয়েছে যাত্রীর চাপ।
আন্দোলনের আগে রাজধানীতে এসে দীর্ঘ কারফিউর মাঝে আটকে পড়া অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। কারফিউ’র ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও জানান অনেকে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে ব্যাপক সহিংসতার পর গত ১৯ জুলাই রাত থেকে চলছে কারফিউ।