চলমান পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ০১:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
চলমান পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পঞ্চম ধাপে ইভিএম পদ্ধতিতে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচন ভোট গ্রহণ চলছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় স্থগিত হওয়া নির্বাচন আজ পুনরায় অনুষ্ঠিত হচ্ছে।
তবে ভোটার উপস্থিতি কম।
মাদারীপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৯টি ভোটকেন্দ্রে।
প্রথমবারের মত বগুড়া পৌরসভায় ইভিএমের মাধমে ভোট গ্রহণ শুরু হয়েছে।
৪ মেয়র, ৫০ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং ১৩০ জন কাউন্সিলসহ ১৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
এদিকে, চাঁদপুরের শাহরাস্তি ও মতলব দক্ষিণ পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতীতে ভোটগ্রহণ চলছে।
এছাড়া মানিকগঞ্জ, শেরপুর, কুমিল্লা, ভৈরব, গাজীপুর, হবিগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুরে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।