চলমান লকডাউন কঠোরভাবে মানার পরামর্শ বিশেষজ্ঞদের
- আপডেট সময় : ০২:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ঈদে চলমান লকডাউন কঠোরভাবে মানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তা না হলে নিম্নমুখী সংক্রমণের হার আবারো উর্ধ্বমুখী হতে পারে, এমন আশঙ্কা তাদের। কারোনার ভয়াল থাবায় আক্রান্ত প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে দেশে প্রবেশে আইন শৃঙ্খলাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও কঠোর নরজদারি রাখার আহবান জানান তারা। সোহান খানের বিশেষ প্রতিবেদন।
দেড় বছর আগে চীনের উহান থেকে ছড়িয়ে এখন বিশ্বের প্রায় দু’শোর বেশী দেশ কাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। শুধু নিম্ন ও মধ্যম নয়, উন্নত বিশ্বের বেশ কয়েকটি দেশেও দফায় দফায় হানা দিয়েছে এই ভাইরাসটি। সে সঙ্গে ধরণ অসংখ্যবার পরিবর্তন করায়, প্রতিষেধক নিয়েও বিপাকে পড়ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বর্তমানে ভয়াল এই থাবার কবলে রয়েছে বন্ধুপ্রতীম ও প্রতিবেশী দেশ ভারতও।
করোনার মহাদুর্যোগে সংক্রমণ শনাক্তে ও মৃত্যুর হার বিশ্বে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে দেশটি।একান্ত জরুরী ছাড়া সীমান্ত বন্ধসহ বলা যায় সব ধরণের কার্যক্রমই ২৬ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে বাংলাদেশ সরকার।আর প্রতিবেশী দেশের সর্বোচ্চ সংক্রমনে উদ্বিগ্ন বাংলাদেশের বিশেষজ্ঞরা।
এমন বাস্তবতায় আশঙ্কার কথা তুলে ধরেন তারা। ভারতের উচ্চ ক্ষমতাধর এই ভাইরাস বাংলাদেশে ছড়ালে সংক্রমণ ও মৃত্যু ঠেকানো কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য তাদের।দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ঈদে সবাইকে স্ব স্ব স্থানে অব্স্থানে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
গেলো বছলের মতো এবারো সবাইকে ঘরে ও ভার্চ্যূয়ালী ঈদ উপভোগের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।