চলমান লকডাউন ২৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলমান লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
শনিবার দুপুরে গণমাধ্যমকে তিনি আরও জানান, করোনার বর্তমান পরিস্থিতি এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে পূর্বের শর্তগুলো বহাল রেখে বিধিনিষেধের এই মেয়াদ বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ঈদ করতে গ্রামে যাওয়া কর্মজীবী মানুষের নিরাপদে কর্মস্থলে ফেরার ব্যাপারেও সরকার চিন্তাভাবনা করছে বলেও জানান ফরহাদ হোসেন।