চল্লিশোর্ধ্বদের বুস্টার ও ১২ বছরের বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
এখন থেকে চল্লিশোর্ধ্বদের বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও জানান, করোনার প্রভাবে মৃত্যুর হার কমাতে ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ও মৃত্যু কোনোটাই ঠেকানো সম্ভব নয় বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ ২০ গুণ বেড়েছে উল্লেখ করে, বাণিজ্য মেলা ও পর্যটন কেন্দ্রে লোক সমাগমে ক্ষোভ জানান তিনি।
ভ্যাকসিন ও করোনা পরিস্থিতি তুলে ধরতে রোববার সকালে রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনা ও নতুন ধরন অমিক্রণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি না মানায় সংবাদ সম্মেলনের শুরুতেই ক্ষোভ জানান তিনি। এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজসহ মোট প্রায় ১৬ কোটি টিকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বুস্টার ডোজের বয়সসীমা ৪০ এর কোঠায় নামিয়ে আনা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ১২ বসয় উর্ধ্বদের টিকার আওতায় আনা হবে। টিকা মওজুদ থাকার পরেও সব মানুষ টিকার আওতায় না আসায় বিভিন্ন সংগঠনকে চিঠি দেয়া হয়েছে উল্লেখ করে টিকা নিতে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করা হবে।
পর্যটন এলাকা কক্সবাজার ও বাণিজ্য মেলায় অবাধে জনসমাগম নিয়ে তীব্র ক্ষোভ জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ভাসমান মানুষের জন্য জনসনের একডোজ টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।