চসিক নির্বাচনঃ প্রতিটি বুথের নিরাপত্তায় থাকবে সশস্ত্র পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি বুথের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে, সেনা মোতায়েনের কোন সিদ্ধান্ত নেই।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনময়সভা শেষে এসব কথা বলেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে বলেও দাবি করেন তিনি। নির্বাচনের দিন নিরপেক্ষ ভুমিকা পালনসহ পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সিইসি। এছাড়া নির্বাচনের দিন সাধারণ ছুটি না থাকলেও ভোটাররা ভোট দিতে কোন প্রতিষ্ঠান বাধা দিতে পারেন না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।