চসিক নির্বাচনঃ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা
- আপডেট সময় : ০৭:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারণায়ও বৈচিত্র আনতে শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ইশতেহার বাস্তবায়নের রুপরেখাসহ নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
ইশতেহার ঘোষণার পর দিন চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চিত্র জগতের নায়ক নায়িকা ও অভিনেতাদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, চসিক নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার এসেছে। সব শ্রেণীপেশার মানুষ নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন। ভোটের দিনও সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে পতেঙ্গা এলাকা থেকে নিজের নির্বাচনী প্রচারণায় নেমে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন জানান, নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থনে ভিত হয়ে পড়েছে সরকারী দল। তাই জনগণের রায় ছিনতাই করতে সর্বশক্তি নিয়োগ করা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। ভোট সুষ্ঠু হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলেও জানান তিনি।