চসিক নির্বাচনের আগেই অবান্তর অভিযোগ করছে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগেই অবান্তর অভিযোগ করছে বিএনপি, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা এখন নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করছে। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের ।
মঙ্গলবার সরকারি বাসভবন থেকে চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নির্বাচন ও ভোটের অধিকার নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের জবাবে তিনি বলেন, এদেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির।
এ সময় বিএনপি নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না।