চসিক নির্বাচনে ইসতেহার ঘোষনা করেছেন আওয়ামীলীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থীরা
- আপডেট সময় : ০১:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসতেহার ঘোষনা করেছেন আওয়ামীলীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থীরা। দু’জনই জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা, সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। নির্বাচিত হতে পারলে গৃহকর সহনীয় রাখা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়ে তুলতে নিজের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে দুপুরে নগরীর একটি রেষ্টুরেন্টে নির্বাচনী ইসতেহার ঘোষনা করেন বিএনপি’র মেয়রপ্রার্থী ডা. শাহাদাৎ হোসেন। জলাবদ্ধতামুক্ত, স্বাস্থ্যকর, শিক্ষাবান্ধব পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ে তুলতে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানেরশীষে ভোট চান ডা. শাহাদাত