চাঁদপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন দুই টাইগার মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চাঁদপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী চাঁদপুরের দুই টাইগার মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন।
সকাল থেকেই ক্রিকেট প্রেমীরা ভিড় করেন চাঁদপুর লঞ্চঘাটে। পরে ঘাটে পৌঁছালে ভক্ত, সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় তাদের। একাধিক সংবর্ধনা আর মিষ্টি বিতরণের মাধ্যমে দুই বীরকে ঘিরে উৎসবে মেতে উঠে চাঁদপুরবাসী। চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় সংবর্ধনা। পরে তাদের নিয়ে শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়।