চাঁদপুরে ইলিশের আমদানি বেড়েছে
- আপডেট সময় : ০৩:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চাঁদপুরে ইলিশের আমদানি বেড়েছে। গত দু’দিনে দেড় হাজার মণের বেশি মাছ আমদানি হয়েছে। কিন্তু, আমদানি বাড়লেও মিলছে না পদ্মা-মেঘনার সুস্বাদু ইলিশ। ভরা মৌসুমে দামও কমেনি। তবে মৎস বিভাগ বলছে, হতাশ হওয়ার কিছু নেই। আগামী কয়েকদিনের মধ্যেই কাঙ্খিত ইলিশ পাওয়া যাবে।
দীর্ঘদিন মাছ না পাওয়ায় হতাশ ছিল জেলে ও আড়ৎদাররা। তবে, গত তিন দিন ধরে ঘাটে ইলিশ আসতে শুরু করেছে। যদিও বেশিরভাগ ইলিশই বরিশাল, ভোলা ও সাগরে ধরা পড়েছে।
পদ্মা-মেঘনার ইলিশ না পাওয়ায়, এখনো অন্যান্য বছরের তুলনায় কেজি প্রতি দু’শ থেকে ২৫০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। বিভিন্ন জেলা থেকে আসা অনেক ক্রেতা হতাশ হয়ে ফিরে যাচ্ছে।
আমদানি কমার পেছনে নদীর নাব্য সংকট, পানি দূষণ ও অনিয়ন্ত্রিত ছোট ছোট আড়ৎকে দায়ি করে মৎস বনিক সমিতি।
আগামী অমাবষ্যা ও পূর্নিমায় ইলিশ আমদানি বাড়বে বলে জানান, এই গবেষক।
চাঁদপুরে পদ্মা-মেঘনার এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১২-১৩’শ টাকা কেজি দরে। এছাড়া, ছোট ছোট ইলিশ আকার ভেদে বিক্রি হচ্ছে ৭’শ থেকে এক হাজার টাকায়।