চাঁদপুরে ট্রাকের ধাক্কায় তিন রিকশা আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চাঁদপুরে ট্রাকের ধাক্কায় তিন রিকশা আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় রিকশাচালক খোরশেদ আহত হয়। গেল রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার লেবুতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত রিকশাচালক খোরশেদ জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে তার বাটারী চালিত রিকশাযোগে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলো ওই তিন যাত্রী। এ সময় ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তিন যাত্রি ছিটকে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। । চাঁদপুর সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্র্যাকটি জব্দ করা হয়েছে।