চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিকেলে ডাকাতিয়া নদীতে মরদেহটি ভাসতে ভাসতে কিনারায় একটি নৌকার পাশে আসলে উপস্থিত লোকজন মরদেহটি দেখতে পায়। পরে চাঁদপুর নৌ-পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। চাঁদপুর পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে খেয়া নৌকা পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন মাঝি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের প্রবল স্রোত ও প্রচণ্ড বাতাসে নৌকাটি উল্টে হারিছ, তার সহযোগী সাত্তারসহ আরও দুইজন ডুবে যায়। সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও হারিছ মিয়াকে খুজে পাওয়া যায়নি।
অপরদিকে, টাঙ্গাইল পৌর এলাকার সিএণ্ডবি রোড এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।