চাঁদপুরে শহরের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
চাঁদপুরে শহরের ট্র্যাংক রোড এলাকায় এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
দুপুরে স্বামীর সাথে যোগাযোগ করতে না পেরে স্ত্রী পারভীন আক্তার পাশের বাসার ভাড়াটিয়াকে খবর নিতে বললে তারা বাসায় গিয়ে নিহতের লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানা পুলিশ, পিবিআই ও সিআইডির কর্মকর্তারা। মৃত রেহান শরীয়তপুরের সখিপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়ার বাসিন্দা। তার শরীরের বিভিন্ন স্থান ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথার আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।