চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর অংশে বেহাল দশা
- আপডেট সময় : ০৬:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর অংশের বেহাল দশা। দীর্ঘদিন মেরামত না হওয়ায় সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। কোথাও কোথাও পিচ ও কংক্রিট জমে হয়েছে স্তুপ। অপরদিকে বেড়েছে গাড়ির চাপ। তাই নিয়মিতই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চালক ও সচেতন মহলের দাবি দ্রুত সড়কটি ফোর লেন করার। সংশ্লিষ্ট দপ্তর বলছে সড়কের ফিজিবিলিটি দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
১৯৪৭ এবং ১৯৬৪-৬৫ সালে এলএ কেস-১ এবং কেস-২ এর মাধ্যমে কুমিল্লা-লালমাই-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের ভূমি অধিগ্রহণ করা হয়। এ সড়কের কুমিল্লা থেকে লালমাই অংশ ফোর লেন হয়ে গেছে। লালমাই থেকে চাঁদপুর-লক্ষ্মীপুর-নোয়াখালী পর্যন্ত এ সড়কের সংযোগ। প্রায় ১৫২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি তুলনামূলক সরু, অতিরিক্ত পরিবহনের চাপ, সড়কের ভঙ্গুর অবস্থার কারণে দুর্ঘটনা কবল হয়ে পড়েছে। শুধু তাই নয়, যানজটের কারণে চাঁদপুর থেকে কুমিল্লা যেতে একঘন্টার স্থলে প্রায় ৩ঘন্টা লাগছে। তাই পরিবহন চালকদের দাবি,সংকট নিরসনে সড়কটি ফোর লেন করা হোক।
যে কোনো সড়ক চার লেন করতে হলে প্রস্থ ৯০ফিট প্রয়োজন হয়। এ সড়কের জন্য জমি অধিগ্রহণ করা আছে ১২০ফুট থেকে ১৬০ফিট। এই সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত সড়কটি ফোর লেন করার দাবি জানালো নিরাপদ সড়ক চাই সংগঠনের এই নেতা।
চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ বলছে, সড়কের দু একটি জায়গায় বিশেষ করে যেখানে সড়ক ঘিরে বাজার রয়েছে সেখানে যানজট তৈরি হয়। তারপরেও সরকারের দীর্ঘ মেয়াদী উন্নয়ন প্রকল্পে এ সড়কটি অর্ন্তভূক্ত করতে পদক্ষেপ নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
সড়কটিতে নিয়মিত ৫ সহশ্রাধীক পরিবহন চলাচল করে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। কেউ মারা যাচ্ছে কেউ হচ্ছে পঙ্গু । তাই সরকার দ্রুত সড়কটি নিয়ে সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়ন করবে এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর।