চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন
- আপডেট সময় : ০৫:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
এক যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
উপিস্থত থাকেবন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু। দুপুরে জেলা দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক এমরান হোসেন মিয়া। বলেন, জেলার ৮ উপজেলার ৩’শ কাউন্সিলর ও ৭’শ ডেলিকেটের উপস্থিত থাকবে। সংবাদ সন্মেলনে স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই উপিস্থিত ছিলেন।
এদিকে, গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ, চেয়ার টেবিল, মাইক ভাঙ্গচুর করেছে হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে জুমার নামাজের পর ইমাম ওলামা পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ কয়েকটি ইসলামী দলের ব্যানারে গাইবান্ধা শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়। পরে পৌর আওয়ামী লীগের সম্মেলনের সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তারা মঞ্চের মাইকসহ চেয়ার টেবিল ভাঙ্গচুর করে। সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, হামলাকারীদের সনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।