চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের আমদানি
- আপডেট সময় : ০৫:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের আমদানি। নদীতে পানি বৃদ্ধি ও আবহাওয়া অনুকূলে থাকায়, প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার মন ইলিশ বেচাকেনা হচ্ছে। এতে হাসি ফুটেছে আড়তদারদের মুখে। কর্মরত শ্রমিকদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। যদিও দাম নিয়ে হতাশ সাধারণ ক্রেতা। সরবরাহ অব্যাহত থাকলে, দাম কিছুটা কমবে বলে জানান আড়তদাররা।
জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস ইলিশের ভরা মৌসুম। এই সময়ে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার মন ইলিশ সরবরাহ হচ্ছে। যদিও আড়তদারদের দাবি অধিকাংশ ইলিশ সন্দীপ, হাতিয়া, ভোলা থেকে আসা। আশানুরুপ মিলছে না পদ্মা ও মেঘনার কাঙ্খিত ইলিশ। তবে আমদানি বাড়লেও চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম বলে জানান তারা।
ইলিশের সরবরাহ বাড়ার খবরে অনেকেই ছুটে আসছেন ঘাটে। তবে আশানুরূপ দাম কমেনি বলে দাবি সাধারণ ক্রেতাদের।
ঘাটে আসা ইলিশের আকার ছোট। সরবরাহ বাড়লেও দাম না কমার কারণ জানালেন মৎস্য ব্যবসায়ী নেতা।
চাঁদপুর মাছ ঘাটে বর্তমানে ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের কেজি প্রতি দাম ১১৫০ টাকা থেকে ১২০০ টাকা, ১ কেজি থেকে ১৩০০ গ্রাম আকারের ইলিশ ১৩৫০ থেকে ১৪০০ টাকা, দেড় কেজির অধিক ওজনের ইলিশের দাম ১৬০০ থেকে ১৭০০ টাকা। দুই কেজি আকারের ইলিশের দাম ১৯০০ থেকে দুই হাজার টাকা।