চাঁদপুর শহরে নিহত হান্নানের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৭১৮ বার পড়া হয়েছে
হান্নান হত্যার বিচার দাবিতে চাঁদপুর শহরে নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মিছিলে প্রায় কয়েক শতাধিক মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এর পর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। এর আগে বিক্ষোভকারীরা চাঁদপুর সদর মডেল থানা ঘেরাও করার উদ্দেশ্যে কালীবাড়ি মোড় পর্যন্ত এলে ওসি আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে বিক্ষোভকারীরা কালীবাড়ি থেকে নতুনবাজার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হয়। পরিবারের সদস্যরা জানান, হান্নানের স্ত্রী হীরা ও শ্যালক শাওনকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুজ্জামানের শাস্তি এবং তাকে পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। নিখোঁজের ১৩ দিন পর বেনাপোল থেকে ব্যবসায়ী হান্নান মৃধার মরদেহ উদ্ধার করা হয়। গেল পহেলা মার্চ শ্বশুর বাড়ি থেকে আসার পথে নিখোঁজ হয় সে। পরে অপহরণকারীদের দাবি করা মুক্তিপণের ৫০ হাজার টাকা পরিশোধ করলেও তারা হান্নানকে হত্যা করে।