চাঁদপুর শহর রক্ষা বাঁধের আংশিক তলিয়ে গেছে
- আপডেট সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চাঁদপুরের শহর রক্ষা বাঁধে ভাঙ্গনের ফলে আংশিক তলিয়ে গেছে। ভোরে পৌরসভার বড় স্টেশন টিলাবাড়ি এলাকায় লঞ্চঘাটের পশ্চিম পাড়ে হঠাৎ করে বাঁধের প্রায় ৫৫ মিটার তলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ভাঙ্গনরোধে জিওব্যাগ ও ব্লক ডাম্পিং করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রোববার ভোরে হঠাৎ চাঁদপুর লঞ্চঘাটের পশ্চিম পাশে শহর রক্ষা বাঁধের আংশিক তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে। সরকারি জায়গায় বসবাসকারী বাসিন্দারা ভাঙন আতঙ্কে রয়েছে।
ভাঙ্গন রোধে সংশ্লিষ্টদের সাথে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান, এই জনপ্রতিনিধি।
ইতিমধ্যে পরিদর্শন করেছেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও মেয়র জিল্লুর রহমান জুয়েল। নদী শান্ত থাকায় ঝুঁকির সম্ভাবনা নেই বলে জানান চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
বাঁধের আশেপাশে প্রায় পাঁচ হাজার লোকের বসতি রয়েছে। দ্রুত মেরামতের জন্য দাবি জানিয়েছে তারা।