চাকরির বাজারে টিকে থাকতে বর্তমান শিক্ষা ব্যবস্থা যথেষ্ট নয় : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
প্রযুক্তিনির্ভর বিশ্বে চাকরির বাজারে টিকে থাকতে বর্তমান শিক্ষা ব্যবস্থা যথেষ্ট নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দক্ষ জনবল তৈরিতে সধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আগামী শিক্ষাক্রম সৃজনশীল ও আনন্দময় করে প্রস্তুত করা হবে।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে “বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র” প্রথম সমার্তন অনুষ্ঠিত হয়।এতে ৫ হাজার ৬৮১ জন শিক্ষার্থীকে স্নাতক সম্মান সনদ দেয়া হয়।
অনুষ্ঠানে বিজিএমই এর সভাপতি ফারুক হাসান বলেন ,অর্থনীতির গুরুত্বপুর্ণ খাত পোশাক শিল্পকে বিশ্বব্যাপি এগিয়ে নিতে নতুন গ্রাজুয়েটরা ব্যাপক ভুমিকা রাখবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, শ্রম বাজারে দক্ষতা প্রমাণে সাধারণ শিক্ষার পাশাপাশি থাকতে হবে কারিগরি শিক্ষা ।
আগামী অতিরিক্ত পড়ার চাপ ও ধরাবাধা মুখস্ত বিদ্যার পরিবর্তে মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল ও আনন্দময় পাঠ্যক্রম চালুর কথাও জানান শিক্ষামন্ত্রী।