চামড়ার দাম না থাকায় বিপাকে ময়মনসিংহের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা
- আপডেট সময় : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
চামড়ার দাম না থাকায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। তার উপর মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। চামড়া ব্যবসায়ীরা বলছেন লবণ,সংরক্ষণ, শ্রমিকের মজুরি বৃদ্ধি, পাওয়াসহ বিভিন্ন কারণে অল্প দামে কিনতে হচ্ছে কোরবানির চামড়া। এদিকে, চামড়া পাচার রোধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেয়া হযেছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
একটু দামের আশায় ভ্যান কিংবা অটোরিকশা করে এক মহাজন থেকে আরেক মহাজনের কাছে চামড়া নিয়ে ছুটছেন মৌসুমি ব্যবসায়ীরা। আকার ভেদে গরু-মহিষের চামড়া বিক্রি করছেন ৩০০ থেকে ৪০০ টাকা। দাম নেই খাসীর চামড়ার। তাই বাধ্য হয়েই ফেলে দিচ্ছেন অনেকে। এদিকে, ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের কারণে ধ্বংস হচ্ছে চামড়া শিল্প। অসাধু ব্যবসায়ীদের হাত থেকে এ শিল্পকে বাঁচাতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। চামড়া শিল্প রক্ষার পাশাপাশি মৌসুমি ব্যবসায়ী ও চামড়ার আড়তদারদের স্বার্থ রক্ষায় কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।