চারশো ১৫ জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট
- আপডেট সময় : ০১:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
৪১৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে মধ্যরাতে আকাশে উড়ল হজের প্রথম ফ্লাইট। এবারও বেশিরভাগ হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন হচ্ছে ঢাকায়। যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।
ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে উন্নতম হজ্জ। আর্থিক ও শারিরিক সামর্থের উপর নির্ভর এ ইবাদতের প্রস্তুতি চলছে পবিত্র মোক্কা নগরীতে। তাই বিভিন্ন দেশের হজ্জ পালনে ইচ্ছুক মুসল্লিরা রওয়না দিচ্ছেন সৌদি আরবের উদ্দ্যেশ্যে। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ্জ।
তাইতো মধ্যরাতে ৪১৫ জন হজ্জ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দ্যেশ্যে ঢাকা ছাড়ল বাংলাদেশ বিমানের প্রথম প্লাইট। আশকোনা হজ্জ ক্যাম্পে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন শেষে নির্ধারিত বাসে বিমানবন্ধরের উদ্দেশ্যে যাত্রা করেন হজ্জ যাত্রীরা। যাত্রীরা জানান,এবারে হজ্জের খরচ বেশি হলেও সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারা।
যাত্রা শুরুর আগে হজ্জ প্লাইটের যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন সরকারের দায়িত্বশীল প্রতিমন্ত্রীরা। এসময় তাদের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেয়ার পর মুনাজাতের মধ্যে দিয়ে হজ্জ যাত্রীদের বিদায় জানান তারা।
এর আগে বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত জানান, এবার বেশি হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন হচ্ছে ঢাকায় । এমনকি হজযাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে। ফলে সৌদিতে গিয়ে বিমানবন্দরে আর কাউকে অপেক্ষা করতে হবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আর ধর্মপ্রতিমন্ত্রীও তুলের ধরেন হজ্জ ব্যবস্থাপনায় সরকারের সফলতার কথা। টিকিট ভোগান্তি কমানোসহ যাত্রীদের সুষ্ঠু হজ্জ পরিবহন উপহার দেওয়ার প্রত্যাশাও করেন তারা।
চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার কথা ছিল ১ লাখ ২৭হাজার ১৯৮জনের। তবে কয়েক দফা সময় বাড়িয়েও ৫ হাজারের মতো কোটা পূরণ না হওয়ায় যাচ্ছেন ১ লাখ ২২ হাজার ২২২জন হজযাত্রী। এরমধ্যে বিমান পরিবহন করবে ৬১ হাজার ১১১ জন। বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। ২২জুন পর্যন্ত চলবে হজযাত্রীদের সৌদি যাত্রা। এবার ঢাকা ছাড়াও সিলেট ও চট্টগ্রাম থেকেও হজ ফ্লাইট চলবে।