চার ডিসেম্বরের জনসভায় যোগ দিতে ১০ বছর পর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
দীর্ঘ ১০ বছর পর রাজনৈতিক জনসভায় যোগ দিতে বন্দর নগরী চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশস্থলকে জনসমুদ্রে পরিণত করতে প্রচারণা আর প্রস্তুতি সভায় উদয়াস্ত পরিশ্রম করছেন তারা। নেতাদের দাবি, চট্টগ্রামের এই সমাবেশ থেকেই বিএনপির ‘টেক ব্যাক বংলাদেশ’ স্লোগানকে ‘পুশব্যাক’ করে দেয়ার প্রস্তুতি নিয়েছেন তারা। এদিকে, প্রধানমন্ত্রীর এই সমাবেশ নির্বিঘ্ন করতে প্রশাসনের প্রস্তুতিও চোখে পরার মতো।
বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের চিত্র এটি। নির্বাচনী প্রতিক নৌকার আদলে মঞ্চ তৈরীতে ব্যস্ত ডেকোরেটরের কর্মীরা। জনসভার নিরাপত্ত্বা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশাজীবীদের কাজের সুবিধার্থে বিশাল মাঠকে কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে।
আগামী ৪ ডিসেম্বর এই মাঠেই আগামী নির্বাচন ও চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সমালোচকদের অপপ্রচারের জবাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে নানা পরিকল্পনার কথা জানান দলীয় নেতারা।
মাঠের বাইরে গোটা নগরীকে সাজানো হয়েছে নববধুর সাজে। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পের ছবি। কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে ব্যানার ফেষ্টুনে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরীকে।
ব্যানার ফেষ্টুনের বাইরে মোড়ে মোড়ে মাইকিং, লিফলেট বিতরণ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় ব্যস্ত নেতারা। তাদের দাবি চট্টগ্রামের সমাবেশ থেকেই বিএনপির প্রতি চুড়ান্ত বার্তা দিতে চান তারা।
প্রধানমন্ত্রীর জনসভাকে নির্বিঘ্ন করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন সিএমপি কমিশনার। উড়িয়ে দিয়েছেন নাশকতার আশংকা।
প্রধানমন্ত্রীর পলোগ্রাউন্ডের সমাবেশকে স্মরণকালের বৃহত্তম জনসমাবেশের রূপ দিতে ব্যস্ত চট্টলাবাসী।