চার দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় এসেছেন ভুটানের রাজা
- আপডেট সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
চার দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক ।সকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এসময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় ।এদিকে ভুটান ও বাংলাদেশের মধ্যে ৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের উপস্থিতিতে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়। এ সময় একটি চুক্তি নবায়নও করা হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব সমঝোতা স্মারক সই হয়।
সকাল সোয়া ১০টায় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
ভুটানের রাজার সঙ্গে অন্যান্যের মধ্যে ভুটানের রাণী জেৎসুন পেমা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১১ বছর পর ভুটানের রাজার এ সফর আওয়ামী লীগের নতুন মেয়াদে সরকার গঠনের পর প্রথম কোন বিদেশী সরকার প্রধানের রাষ্ট্রীয় সফর।
এসময় ৩ বাহিনী প্রধান ও মন্ত্রী পরিষদ সদস্যদের উপস্থিতিতে ভূটানের রাজাকে দেয়া হয় লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার।
ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে সেখানে ভূটানের রাজাকে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো পাশাপাশি পরিদর্শন বইয়ে সাক্ষর করেন জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
বেলা সোয়া একটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ভুটান রাজা। এসময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ভুটানের থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং অন্যটি ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়কসহ ৩টি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। এসময় সাংস্কৃতি বিনিময় ও সহযোগিতা চুক্তিটি নবায়ন করা হয়।
আগামীকাল বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন ১৯৭১ এর ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান কারি দেশের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।