চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০২:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিন বাহিনীর প্রধানসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এই সফরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও হবে। এছাড়া বিদ্যা দেবী ভাণ্ডারীর দেয়া নৈশভোজে অংশ নেবেন আবদুল হামিদ। এ সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ পোখারা এবং কাঠমান্ডুর বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখবেন। সফর শেষে ১৫ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।